খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট (হবিগঞ্জ): হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী-বড়কোটা গ্রামের প্রধান রাস্তাটি বেহাল দশায় পরিনত হয়েছে। এ যেন দেখার কেউ নেই। দীর্ঘদিন সংস্কার না হওয়া রাস্তাটি অচল হয়ে পড়েছে। একটু বৃষ্টি হলেই গর্তে পানি জমে পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় সুত্রে জানা যায়, চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ পুরাতন মহা-সড়কের চানভাঙ্গা ষ্ট্যান্ড থেকে বড়কোটা-বালিয়ারী প্রায় ৫ কিলোমিটার রাস্তার পাকা রাস্তার কার্পেটেং উঠে গেছে। রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে ছোট বড় গর্তে সৃষ্টি হয়েছে। আবার সামান্য বৃষ্টিতে কাদা পানি অতিক্রম করে গন্তব্যে পৌঁছাতে হয়। ফলে সাধারণ মানুষের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ রাস্তাটি একইভাবে গ্রামের মধ্যে স্থলে অবস্থিত।
রাস্তার প্রথমে দ্বিতল বিশিষ্ট বালিয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, বড়কোটা বাজার, একটি সরকারি কমিউনিটি ক্লিনিক আছে এবং পার্শে জামে মসজিদ ও একটি এবতেদায়ী মাদ্রাসা ও উবাহাট ইউনিয়ন পরিষদও রয়েছে। এ সকল প্রতিষ্ঠানে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এ রাস্তাটি। তাছাড়া জনবহুল ১০টি গ্রামের সাধারণ মানুষ, কৃষকের উৎপাদিত ফসল বাজারজাত, কোমলমতি শিক্ষার্থী এবং রোগীদের যাতায়াতে যথেষ্ট গুরুত্ব বহন করে এ রাস্তাটি। রাস্তার উভয় পাশে অন্তত ৫টি পুকুর থাকায় একদিকে যেমন বিভিন্ন স্থানে পাড় ভেঙে রাস্তা সরু হয়ে গেছে তেমনি রাস্তাটির অনেক জায়গায় কার্পেটিং উঠে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
তারপরও রাস্তা দিয়ে প্রতিদিন ট্রাক, পিকআপ ভ্যান, মাইক্রো, অটোরিক্সা, টেম্পো, ভটভটি, মোটরসাইকেল, রিকশা, ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। কিন্তু ঝুকিপূর্ণ এ রাস্তা কবে হবে সংস্কার হবে এনিয়ে শংঙ্কিত রয়েছে এলাকাবাসী। কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী দাবী অচিরেই যেন এই ঝুঁকিপূর্ণ রাস্তাটি সংস্কার কাজ শুরু করা হয়।
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রুবেল বলেন এ রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনই স্কুল, কলেজ ও মাদ্রাসার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়ত করেন। এছাড়া এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ প্রসঙ্গে উবাহাট ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব বলেন- ইউনিয়নে সকল ওয়ার্ডে অবহেলিত রাস্তাঘাট চিহ্নিত করা হচ্ছে। অচিরেই সকল রাস্তা সংস্কার করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের এ প্রতিবেদক জানান, জনস্বার্থে রাস্তা পূর্ণঃ সংস্কার করার জন্য উপজেলা উন্নয়ন সমন্বয় সভায় তালিকাভুক্ত করে দ্রুত রাস্তা সংস্কার করা হবে।