আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা নালুয়া চা বাগান নামক স্থান থেকে অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি৫৫ ব্যাটলিয়ন গুইবিল ক্যাম্পের কমান্ডার আঃ সালাম জানান, ১০ জুলাই রাত ৮:১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে ওই স্থানে অভিযান চালায় একদল বিজিবি।
এ সময় বিজিবির আঁচ পেয়ে চোরা-কারবারি পালিয়ে তারা পরিত্যক্ত অবস্থায় ১১৯ বোতল ভারতীয় মদ অফিসার চয়েজ উদ্ধার করেন। যার সীজার মূল্য ১ লক্ষ ৭৮ হাজার পাঁচশ টাকা।