মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি কোম্পানির অফিসে ঢুকে গেলে দুই জন গুরুতরভাবে আহত হন। আহতরা হলেন শর্মি রায় (১২) ও নিখিল রায় (৪০)।
মঙ্গলবার (১২ জুলাই) বিকাল ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর সেমকো সিএনজি ফিলিং স্টেশনের নিকটবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার উপ পরিদর্শক (এসআই) মাসুদজ্জামান জানান, ব্রাহ্মণবাড়িয়া-মাধবপুরগামী দিগন্ত পরিবহন নামের একটি বাস গ্যাস আনার জন্য ওই ফিলিং স্টেশনের উদ্দেশ্যে যায়। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি সৌর বিদ্যুৎ কোম্পানির অফিসে প্রবেশ করলে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।