রায়হান আহমেদ, চুনারুঘাট।। চুনারুঘাট উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয় শ্রীকুটা সংলগ্ন চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ পুরাতন মহাসড়কে গতি প্রতিরোধক (স্পিড ব্রেকার) না থাকায় যেকোন সময় ঘটতে পারে মারাত্মক দূর্ঘটনা।
একদিকে আদর্শ উচ্চ বিদ্যালয় ও বিপরীত দিকে ১২০ আউলিয়ার মাজার শরীফ মুড়ারবন্দ যাওয়ার রাস্তা। কিন্তু ঝুঁকিপূর্ণ এ স্থানে কোনো স্পিড ব্রেকার নেই।
ওই রাস্তা দিয়ে গাড়ী গতিরোধ করে চলে না, বরং বেপরোয়াভাবে দ্রুত গতিতে চলাচল করে। ফলে প্রতিদিন হাজার হাজার ছাত্র-ছাত্রী ও পথচারী জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছেন। প্রায়ই এখানে ঘটছে ছোট-বড় দূর্ঘটনা।
বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানান, এখানে গতি প্রতিরোধক (স্পিড ব্রেকার) না থাকায় অল্পের জন্য ভয়াবহ দূর্ঘটনার হাত থেকে বেঁচে যান। এ নিয়ে শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
রাস্তা পপারাপারে কোমলমতী শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি এড়াতে স্থানীয় এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানান, যেন অনতিবিলম্বে আদর্শ উচ্চ বিদ্যালয়, শ্রীকুটা বাজার সংলগ্ন সড়কের দু’পাশে স্পিড ব্রেকার স্থাপনের জন্য। ওই বিদ্যালয়ের শিক্ষকদের সাথে কথা বলে জানা যায়, শত শত শিক্ষার্থী ও সাধারণের জীবন বাঁচাতে দু’পাশে স্পিড ব্রেকার স্থাপনের কোনো বিকল্প নেই।