চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সিরিকান্দি অনন্ত ক্লাবের উদ্যেগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা অনুষ্ট্তি হয়েছে।
গত শুক্রবার বিকাল ৪টায় সিরিকান্দি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনন্ত ক্লাবের উদ্যেগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষা বিষয়ক আলোচনা সভায় ক্লাবের সহ-সভাপতি মোঃ মাসুম মিয়ার সভাপতিত্বে ও এমটিএ শান্তর পরিচালনা এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।
বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলগের যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, আওয়ামীলীগ নেতা নোমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন, ইউপি সদস্য আঃ কদ্দুছ, আঃ জলিল, আঃ আলী, সিরিকান্দি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল হক, উবাহাটা ইউনিয়ন আওয়ামীলেিগর সাধারণ সম্পাদক হাজী আঃ রউফ, চাটপাড়া দাখির মাদ্রাসার শিক্ষক মাওঃ আঃ হাই, হবিগঞ্জ রিচি চেরাগ আলী কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ও অত্র ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকন, সিরিকান্দি জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোশাহিদ আলী।
এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা আঃ হক, বিশিষ্ট মুরুব্বী মকবুল হোসেন, আঃ হক, আঃ হাই, আঃ মতিন, নুরুল হক, বিলাল মিয়া, সানু মিয়া, আঃ আলী, আঃ সাত্তার, ক্লাবের যুগ্ম-সম্পাদক জামাল মিয়া, অর্থ সম্পাদক রাসেল তালুকদার, সুজন হাসান, এখলাছ মিয়া, প্রবাসী জুয়েল মিয়া, উজ্জল মিয়া, সুজন তালুকদার, অয়ন, নয়ন, সালমান, কবির, তওফিক মিয়া সাইদুল হক, অঞ্জন পাল, ওয়াহিদ, ফয়সল ও ইকবাল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন কাজিরখিল হলিল্যান্ড হাই স্কুলের সহকারী শিক্ষক ও ক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত পাঠ করেন আলমগীর হোসেন। উল্লেখ্য যে, ক্লাবের সভাপতি ফজর আলী কাতার থেকে ভিডিও কলে অনুষ্টানে যোগ দেন।