প্রেস বিজ্ঞপ্তি ॥ বহুল প্রচারিত হবিগঞ্জ থেকে প্রকাশিত সরকারী মিডিয়াভুক্ত পত্রিকা দৈনিক প্রভাকর নতুন আঙ্গিকে ও নতুন ব্যবস্থাপনায় আসছে বাজারে। এলাকাভিত্তিক উন্নয়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে নতুন আঙ্গিকে নতুন রূপে পত্রিকাটি প্রকাশ করার উদ্যোগ নেয়া হয়েছে। আগামী পহেলা আগষ্ট থেকে বাজারে আসবে বলে জানান পত্রিকাটির বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক।
জানা গেছে, নতুন আঙ্গিকে দৈনিক প্রভাকর প্রকাশে বড় ধরনের পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যে পত্রিকাটি প্রকাশের কার্যক্রম প্রায় শেষ। নতুনভাবে নিয়োগ দেয়ার প্রস্তুতিও চলছে। বার্তা সম্পাদক হিসেবে কাজল সরকার যোগদিয়েছেন বলে জানান কর্তৃপক্ষ।
এখন থেকে নিয়মিত দৈনিক প্রভাকর পত্রিকায় বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বৃহত্তর হবিগঞ্জ জেলাবাসীর বিভিন্ন পেশাজীবীদের মতামত, অভিব্যক্তি, সুখ-দু:খ, অর্জন, সংগ্রাম এবং অগ্রগতি-উন্নয়নের চিত্র তুলে ধরাই হবে এই পত্রিকাটির মূল লক্ষ্য। পাশাপাশি সারাবিশ্বে ছড়িয়ে থাকা প্রবাসীদের নিয়েও থাকবে বিশেষ লেখা।
এছাড়া গল্প, কবিতা, কৌতুকসহ নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানসহ নতুন নতুন বিভাগের আয়োজন থাকবে দৈনিক প্রভাকর পত্রিকায়।
বার্তা সম্পাদক কাজল সরকার বলেন, ‘খুব শিগগির আমরা প্রকাশনায় আসছি নতুন আঙ্গিকে। হবিগঞ্জ থেকে প্রকাশিত সংবাদপত্রে যে প্রত্যাশা আমাদের অপূর্ণ ছিল, আশা করছি দৈনিক প্রভাকরের মাধ্যমে তার কিছুটা হলেও পূরণ হবে। এছাড়া অনলাইন ব্যবহারকারীদের জন্য থাকছে শক্তিশালী ওয়েব পোর্টাল। ই-পেপারসহ আর্কাইভের ব্যবস্থাও থাকবে।’