মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে নিপা আক্তার (১৮) নামে এক নববধূর মৃত্যু হয়েছে।
রোববার (১৬ জুলাই) বিকাল সাড়ে ৫ টায় ঢাকা-সিলেট রেলপথের জামালপুর নামক স্থানে ঢাকাগামী জয়ন্তিকা ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। নিপা উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত মোহন মিয়ার মেয়ে।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এমরান জানান, নিপা মানসিক প্রতিবন্ধী ছিল। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশের ইনচার্জ তাপস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কিছুদিন পূবে নিপার বিয়ে হয়। এলাকাবাসী বলছেন, তার শ্বশুরবাড়ির লোকজনের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্যও চলছিল।