শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ জুলাই) বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
থানা পুলিশ ও পৌরসভার যৌথ উদ্যোগে ১নং বিট পুলিশের ৩নং ওয়ার্ডে সভায় পৌর মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়তুন নবী।
বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর জিতু আহমেদ মাখন, মহিলা কাউন্সিলর আছমা আব্দুল্লাহ, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি হাজী শফিকুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী জিতেন্দ্র দত্ত, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রকিব, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, স্বপন সেন, আতিকুর রহমান অপু, এসআই সামিউল ইসলাম, আমিনুল ইসলাম, শাহিনুর রহমান, এএসআই জাকির হোসেন, হাজী সিরাজুল ইসলাম, বিভু বিশ্বাস প্রমুখ।
সভা পরিচালনা করেন শায়েস্তাগঞ্জ থানার এসআই জাকির হোসেন।