চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাটের কাজিরখিল ব্রিজের পাশ থেকে বালু উত্তোলণের অপরাধে ৭টি সেলু মেশিন জব্দ করেছেন ইউএনও সিরাজাম মুনিরা।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের খোয়াই নদীর উপরে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাজিরখিল ব্রিজের পাশ থেকে বালু উত্তোলণের অপরাধে ৭টি সেলু মেশিন জব্দ করেন ইউএনও সিরাজাম মুনিরা।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আঃ রশিদ মাষ্টার, দৈনিক সমকাল প্রতিনিধি মোস্তাক আহমদ তরফদার মাসুম, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী সৈকত আহমেদ, চুনারুঘাট ভূমি অফিসের সার্ভেয়ার মনির আহমেদ সহ চুনারুঘাট থানার একদল পুলিশ।