নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহি আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জাপার কেন্দ্রিয় যুগ্ন সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমপি মুনিম চৌধুরী বাবু’র সাথে সৌজন্যে সাক্ষাতে মিলিত হয়েছে।
শুক্রবার বেলা ২টায় মিরপুর ইউনিয়ন পরিষদের সভা কক্ষে আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আলিফ সোবহান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আহবায়ক ওয়াহিদ আজম ও কলেজ ছাত্র লীগের নেতা ফয়সাল সেজুয়ান আহমেদ (সোহাগ) পল্লব রায়হান , শাহিন মিয়া, বাপ্পু , কামরুল, ইয়াছিন, সবুজ, নাসির, বশির, দেবু প্রমূখ।
এ সময় এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, হরতাল ও নৈরাজ্যে প্রাতিবাদে দেশ ও জাতীর কল্যাণে সকলকে ঐক্ষ্যবদ্ধ হয়ে সহিংসতা ও নৈরাজ্য প্রতিহত করতে হবে ।