শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জের চরহামুয়া গ্রামে নারিকেল গাছ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
শুক্রবার (২১ জুলাই) সকাল ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই এলাকার আব্দুল জলিলের সাথে প্রতিবেশী আব্দুল মালেকের বাড়ির পাশের নারিকেল গাছ নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল। উল্লেখিত সময়ে দুই ব্যক্তি নারিকেল গাছটিতে নারিকেল পাড়তে গেলে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে আহত আব্দুল জলিল (৫০), মালেক মিয়া (৫২), লাল বানু (৩৫), তোফায়েল আহমেদ (২৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি ও অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।