চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মফিজ উদ্দিন চৌধুরী মাদ্রাসার মেধা বৃত্তি বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মাদ্রাসার ম্যানেজিং কমিটি’র সভাপতি স্বপন আহম্মদের সভাপতিত্বে ও শিক্ষক মইনুল হাসান রাশেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাটের উপজেলা নির্বাহী অফিসার –সিরাজাম মুনিরা, বিশেষ অতিথি- হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) রাজু আহম্মেদ,বিশেষ অতিথি- ওবাহাটা মাদ্রসার সুপার চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, চুনারুঘাট থানার এস,আই আতিকুল আলম খন্দকার, মাদ্রাসার উপদেষ্টা এহতেরামুল হক সোহাগ, সমাজ সেবক মাসুক ভূঁইয়া, ওয়ার্ড মেম্বার মামুমনুর রহমান সহ আরো অনেক অতিথিবৃন্দ।অনুষ্ঠানে ২০১৫ সালে ইবতেদায়ী সমাপনী পরিক্ষায় চুনারুঘাট উপজেরার ১ম স্থান অধিকারকারী ছাত্র সাদমান সাকিব সহ ১৩ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
এবং গত ২০১৫/১৬ সালের ইবতেদায়ী সমাপনী পরিক্ষায় শিক্ষার্থীদের শতভাগ সফলতা ও মাদ্রাসার অন্যান্য ভাল দিক উল্লেখ করে অত্র মাদ্রাসার ভূঁয়সী প্রশংসা করেন সকল বক্তারা। উল্লেখ্য, সরকারি বৃত্তির টাকার সাথে আরো ১ হাজার টাকা করে সংযুক্ত করেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মামুন চৌধুরী।