মাধবপুর থেকে সংবাদদাতা : মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেষা কমলপুর গ্রামে ‘কমলপুর-ভারত’ চেকপোস্ট করার দাবিতে সভা ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে চৌমুহনী ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে মিছিল সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুপুরে কয়েকশ’ জনতা একটি মিছিল বের করে। মিছিলটি চৌমুহনী ইউনিয়নের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে কমলপুর গ্রামে মানববন্ধন শেষে ওই এলাকায় চেক পোস্ট নির্মানের যুক্তি উপস্থাপন করে বক্তব্য দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, বিশিষ্ট সমাজসেবক আনিছুর রহমান আদিল, প্রভাষক শাহাব উদ্দিন, আবুল ফয়েজ, ইউপি সদস্য মাশুকুর রহমান মাশুক, এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন সাখাওয়াত হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।