রফিকুল হাসান চৌধুরী তুহিন,হবিগঞ্জ থেকে ॥ সারাদেশের ন্যায় রবিবার হবিগঞ্জ পৌর শহর সহ জেলার ৮ উপজেলার আওতাধীন প্রাথমিক শিক্ষা অফিস ও সংশ্লিস্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে।
দুপুর পৌনে ১২ টায় হবিগঞ্জ শহরের পি, টি, টি আই সড়কস্থ জেলা প্রাথমিক শিক্ষা অফিস ক্যাম্পাসে একটি আম গাছের চারা রোপনের মধ্য দিয়ে এই কর্মসূচীর প্রথম সূচনা করেন সংশ্লিস্ট অফিসের প্রধান শিক্ষা কর্মকর্তা মোঃ নুর ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা কর্তৃক গঠিত জেলা স্বাক্ষী ও ভিকটিম সুরক্ষা এবং দুদক সংশ্লিস্ট জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন, দৈনিক হবিগঞ্জের বানী সম্পাদক জিয়া উদ্দিন দুলাল সহ সংশ্লিস্ট অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
একই সময় সংশ্লিস্ট ক্যাম্পাসে আরও কয়েকটি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়। এদিকে জেলার ৮ উপজেলাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা তাদের সহকর্মীদের নিয়ে স্ব স্ব প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুর ইসলামের দৃষ্টি আকর্ষন করা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা-পরিচালক কর্তৃক লিখিত আদেশক্রমে দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে ১টি করে এবং প্রাথমিক শিক্ষা পরিবারের সকল কর্মকর্তা-কর্মচারীকে ১টি করে গাছ রোপনের পরামর্শ দেয়ায় অত্যন্ত আন্তরিকতার সাথে ওই কর্মসূচী বাস্তবায়ন করা হয়। ফলে তার দেয়া ভাষ্য মতে, সারাদেশের মতো হবিগঞ্জ জেলাতে ৬ হাজার ৫’শ টি গাছের চারা রোপন করা হয়েছে।