হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হকের ব্যক্তিগত উদ্যোগে ৫০টি পরোয়ানাভুক্ত ৩৩ জন আসামীকে আদালতে হাজির করা হয়েছে।
ওসির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
সোমবার (২৪ জুলাই) সকাল ১০টায় সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের ৫০টি বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামী ৩৩ জনকে নিজ খরচে গাড়িযোগে হবিগঞ্জ চীফ জুডিসিয়াল কোর্টে হাজির করেন।
সম্প্রতি আদালত থেকে তাদের বিরুদ্ধে ৫০টি গ্রেফতারী পরোয়ানা ইস্যু হয়।
এরপর থেকে তারা বিভিন্নস্থানে পালিয়ে বেড়াচ্ছিল। পরোয়ানাগুলো থানায় দীর্ঘদিন ঝুলে থাকে। বিভিন্ন সময় অভিযান চালিয়েও তাদের খবর পাওয়া যায়নি।
ওসি ইয়াছিনুল হক কমিউনিটি, বিট পুলিশ ও জনপ্রতিনিধিদের নিয়ে তাদেরকে কিভাবে আদালতে হাজির করা যায় এ বিষয়ে পরামর্শ সভা করেন।
আসামীরা গরীব হওয়ায় তাদেরকে নিশ্চয়তা দেয়া হয় হাজিরার সম্পূর্ণ খরচ বহন করবেন ওসি। এতে আসামীরা রাজি হলে তাদেরকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
জানা যায়, প্রথমবারের মতো সদর থানায় কোন ওসি নিজ খরচে এমন উদ্যোগ নিয়েছেন।
এ ব্যাপারে ওসি ইয়াছিনুল হক জানান, এ সমস্ত আসামীরা দরিদ্র ও ভয়ে কোর্টে হাজির হয়নি। তাদের সাথে আলোচনা করে ভয় ভাংগিয়ে কোর্টে হাজির করা হয়।