চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : চুনারুঘাটে তিন দিনব্যাপী ফলদ ও বৃক্ষ মেলা সমাপ্ত হয়েছে। গত সোমবার বিকাল ৩টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরনী মাধ্যমে মেলা সমাপ্ত হয়।
সমাপনীতে উপজেলা নির্বাহী অফিসার সিরাজাম মুনিরার সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি অফিসার সৈয়দ সাইদুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলার কৃষি সম্প্রসারণ খামার বাড়ি উপ-পরিচালক মো. ফজলুর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসার মো. জালাল উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, উপকেন্দ্র সুগারক্রোর গবেষণা ইনিস্টিটের বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল আলম, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারী খন্দকার আলাউদ্দিনসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মাচারী, মেলার স্টলের মালিকসহ আগত দর্শনার্থীরা। এ মেলায় ১৫টি স্টল এবং ৩দিন পর্যন্ত চলে। মেলায় বিভিন্ন জাতের ফলদ ও কাঠ জাতীয় গাছ ছিল।