শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ-দেউন্দি সড়কে সিএনজি মালিক-চালক কল্যাণ সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু চলছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। চলবে একটানা বিকেল ৫টা পর্যন্ত।
মোট ১৩টি পদের মধ্যে ৬ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা ৩৬৯ জন।
২০১৭-১৯ সেশনের কার্যকরি কমিটির মধ্যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, লাইন সম্পাদক,সহকারি লাইন সম্পাদক ও সাংগঠনিক সম্পদক পদে নির্বাচন হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনা হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সুষ্ট ভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আইন শৃংখলার দায়িত্বে থাকা এসআই প্রাণেশ জানান, এ নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।