চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ চাকুরি জাতীয়করণ, পুর্নাঙ্গ উৎসবভাতা, বৈশাখী ভাতা চালু, ৫% বার্ষিক প্রবৃদ্ধির দাবীতে চুনারুঘাট উপজেলার বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার সহ¯্রাধিক শিক্ষক কর্মচারী পৃথক পৃথক মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ২ টা পর্যন্ত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে চাকুরি জাতীয় করণের এক দফা এক দাবী জানিয়ে মাদ্রৃাসা শিক্ষক সমিতির আহবায়ক অধ্যক্ষ আবু নাসেরের সভাপতিত্বে ও মাওলানা মাহবুবুর রহমান খাঁনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সুপার মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী. মাওলানা আব্দুল রউফ, আব্দুল কাইয়ূম, মাওলানা আবুল খয়ের, মাওলানা শহিদ উল্লাহ, কামরুল ইসলাম, মাসুক মিয়া, আব্দুল হক, মাওলানা মোশাহিদ আলী, ফজুলর রহমান, মাওলানা আবুল হাসান, মাসুক মিয়া মাষ্টার প্রমুখ।
পরে মাদ্রাসা শিক্ষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এদিকে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আব্দুল আউয়াল মাস্টারের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক আঃ সামাদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মতিন, অধ্যক্ষ রফিক আলী. অধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, অধ্যক্ষ নাসির উদ্দিন, অধ্যক্ষ ফজলুর রহমান তরফদার, প্রধান শিক্ষক পংকজ নাহা, সত্যেন্দ্র চন্দ্র দেব, মোহাম্মদ ফরিদ মিয়া, মোস্তাক তরফদার মাসুম, আঃ মালেক মাষ্টারসহ আরো অনেকে।