ওয়াহিদুল ইসলাম জিতু, চুনারুঘাট থেকে : চুনারুঘাটে ২৭ জুলাই রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টায় পৌরসভার মধ্যবাজারে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিসিপি হাই স্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুস ছামাদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ আহসানউল আলম, ভাইস প্রেসিডেন্ট, এজেন্ট ব্যাংকিং ডিভিশন, ব্যাংক এশিয়া লিঃ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান মাসুদ, এজেন্ট আবু মনসুর মোঃ আজাদ, চুনারুঘাট বাজার। উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ, প্রাক্তন শিক্ষক মোঃ তোতা মিয়া, সেলিম তালুকদার, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু ও বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।