খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে ১শ’ ৪টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় নিশ্চন্তপুর গ্রামের বিদ্যুৎ বিদ্যুতায়নের উদ্বোধন করে হবিগঞ্জ-(চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী।
বিদ্যুতায়নের পূর্বে আলোচনা সভায় মিরাশী ইউপি আওয়ামীলী সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী মিয়া তালুকদারে সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন-চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সেক্রেটারী মো. আবু তাহের, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ চুনারুঘাট শাখার ডিজিএম কাজী শওকাতুল আলম, পৌর আওয়ামীলীগ সভাপতি তাহির মিয়া মহালদার, মিরাশী ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি চেয়ারম্যান আব্দুর রশিদ, মদরিস মহালদার, শফিউল আলম তালুকদার বিপি মানিক, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, যুবলীগ নেতা মীর মানিক, কৃষকলীগ সভাপতি ডাঃ সিরাজ, সেক্রেটারী মিজানুর রহমান সোহাগ।
উল্লেখ্য, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি উদ্যোগে ৮৯ লাখ টাকা ব্যায়ে ৫ কিলোমিটার বিদ্যুৎ নির্মাণ করে। এতে ২০৪টি পরিবার ও প্রতিষ্ঠান নতুন বিদ্যুৎ সংযোগ পায়।