মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ মাদক ব্যবসায়ী বিল্লাল মিশরী(৪৩) কে গ্রেপ্তার করেছে। সোমবার বিকেলে উত্তরশিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের আলফু মিয়ার ছেলে।
মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ(উপ-পরিদর্শক) কামরুল হাসান জানান, ওইদিন বিকেলে গোপন সুত্রে খবর পেয়ে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাধবপুর ও চুনারুঘাট থানায় মাদক, বিশেষ ক্ষমতা আইনে ৫ টি মামলা রয়েছে।