খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ চুনারুঘাটে চা শ্রমিকের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে আরেক চা-শ্রমিক সমরা তাতী (৫৫) বছরের বৃদ্ধকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
সোমববার ভোররাতে উপজেলার চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ধর্ষননকারী নালুুয়া চা বাগানের পশ্চিম ঠিলার বনমালী তাতীর ছেলে।
জানা যায়, গত বুধবার দুপুুরে কলা দেওয়ার কথা বলে বাগানের পশ্চিম ঠিলার এক শিশুকে দরজা বন্ধ করে জোড়পূর্বক ধর্ষন করে ওই বৃদ্ধ। মেয়েটির আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসলে ধর্ষক বৃদ্ধ পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ধর্ষনের ঘটনাটি সামাজিকভাবে শেষ করতে চাইলেও শেষ না হওয়ায় রবিবার দিবাগত রাতে ধর্ষিতা শিশুর পিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় অভিযোগ করে। গত সোমবার ভোররাতে থানার এসআই সেলিম আহম্মদ বৃদ্ধকে আটক করে থানায় নিয়ে আসেন।
এ গ্রেফতারের ঘটনা সত্যতা স্বীকার করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে,এম আজরিুজ্জামান।