রায়হান আহমেদ, চুনারুঘাট : চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে,এম আজমিরুজ্জামানের উদ্যোগ ও নিজ অর্থায়নে প্রতিবন্ধী ভিক্ষুক মো. আ. হামিদকে পানের দোকান করে দিয়ে এক অভুতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করলেন।
আজ সকাল ১০টায় চুনারুঘাট থানা মার্কেটের সামনে হামিদের পানের দোকান উদ্বোধন করা হয়। এখন হামিদ আর ভিক্ষুক নয়, সে একজন ক্ষুদে ব্যবসায়ী। দোকানের নাম রাখা হয়েছে ১২০ আউলিয়ার মধ্যে অত্যতম হযরত সৈয়দ নাছির উদ্দিন সিপাহশালার (র.) এর পান বিতান। দোকান চালু হওয়ার পর থেকেই ক্রেতারা তার দোকানে ভিড় জমায়। ৩০ মিনিটের মধ্যে সে তিনশত টাকা বিক্রয় করে। হুইল চেয়ার পাশে রেখে দোকানের ক্যাশ চেয়ারে বসে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ব্যবসা করছে হামিদ। আগে যাদের কাছ থেকে হামিদ ভিক্ষা নিত, তাদের কাছ থেকে এখন সে পণ্যের বিনিময়ে টাকা নেয়। এ নতুন অভিজ্ঞতায় হামিদ খুব খুশি।
সে জানায়, প্রতিদিন সকাল থেকেই সে মানুষের কাছে ভিক্ষা চাইতো। কিন্তু আজ সকালে সে পণ্য বিক্রি করে টাকা নিচ্ছে। তার খুবই ভাল লাগছে। সে ওসি আজমিরুজ্জামানকে বিনম্র শ্রদ্ধা ধন্যবাদ জানায়। সে আরো জানায়, এখন থেকে সে পরনির্ভরশীল নয়। তার এখন আত্মসম্মানবোধ জন্মেছে। আজকের সকাল তার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। এখন থেকে সে দোকানের আয় দিয়ে তার পরিবারের সাত জন সদস্য নিয়ে ভালোভাবে চলতে পারবে।
ওসি আজমিরুজ্জামের প্রচেষ্টায় কর্মসংস্থানের সুযোগ পেয়ে হামিদের জীবন পরিবর্তন হবে এমন ধারণা অনেকেরই।
এ ব্যাপারে ওসি কে,এম আজমিরুজ্জামান জানান, “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারা দেশের ন্যায় চুনারুঘাটে ভিক্ষুক মুক্তকরণের লক্ষে আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। তাই আমি প্রতিবন্ধী আ. হামিদকে পানের দোকান দিয়ে সাবলম্ভী করতেই আমার এ উদ্যোগ। ফলে একদিকে যেমন ভিক্ষুক মুক্তকরণ হবে অন্যদিকে একজন ভিক্ষুক পেশায় ফিরবে। ইনশাল্লাহ আমার এ প্রচেস্টা অব্যাহত থাকবে।”