চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে মাদক বিরোধী অভিযানের সময় এক মাদক ব্যবসায়ীর হাতে চুনারুঘাট থানার এ.এস.আই দেলোয়ার হোসেন ছুরিকাঘাতে গুরুত আহত হয়েছেন। তাকে প্রথমে চুনারুঘাট হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে গুরুতর অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে জরুরী ভাবে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
গতকাল মঙ্গলবার রাত ৮টায় পৌর শহরের চন্দনা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এ.এস.আই দেলোয়ার হোসেন ও এ.এস.আই সাজিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় চুনারুঘাট পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইউনূছ মিয়াসহ একদল মাদক ব্যবসায়ী পুলিশের উপর হামলা চালায়। হামলায় দেলোয়ার ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। এ ঘটনার পর চুনারুঘাটে পুলিশি তৎপড়তা জোরদার করা হয়েছে। পৌর শহরে থমথম অবস্থা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়নি। রাত সাড়ে ১০টায় এ.এস.পি রাজু আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।