মোঃ রহমত আলী, হবিগঞ্জ: ভাড়া ও চার্জ দেখিয়ে নিয়ম বর্হিভুত ভাবে মাসে সোয়া কোটিরও বেশি অর্থ আবাসিক গ্রাহকদের কাছ থেকে নিরবে হাতিয়ে নিচ্ছে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি।
প্রায় দেড় লাখ গ্রাহক পিবিএসের ফাঁদে জিম্মি হয়ে পড়েছে । গ্রাহক সেবার নামে চলছে পিবিএসের শোষন বানিজ্য।
প্রতিটি বিদ্যুৎ বিল ভাউচারে ডিমান্ড চার্জ ১০ টাকা,পাওয়ার চার্জ ৩০টাকা,মিটার ভাড়া ৩৫ টাকা ও ট্রান্সফরমার ভাড়া ১০ টাকা দেখিয়ে প্রতি মাসে ৮৫ টাকা হারে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে। এছাড়া অনান্য গ্রাহকদের কাছ থেকে ভিন্ন কায়দায় অতিরিক্ত চার্জ নিচ্ছে পিবিএস।
গ্রামীণ জনপদের দরিদ্র ও স্বল্প আয়ের লোকজন তাদের ব্যবহৃত জ্বালনী বিদ্যুৎ বিলের বিপরীতে প্রতি মাসে এসব ভাড়া ও চার্জের টাকা গুনতে হচ্ছে মাসের পর মাস। কারণ বসত কোন মাসে বিল পরিশোধ করতে না পারলে সংযোগ বিচ্ছিন্ন করে দেয় হপবিস। পরে গ্রাহকগন বিল ও জরিমানা পরিশোধ করে পুনঃসংযোগ নিতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রাহক জানান একটি বৈদ্যুতিক মিটারের মূল্য বাজারে প্রায় ১হাজার টাকার মধ্যে ক্রয় করতে পাওয়া যায়। কিন্ত মাসের পর মাস ৩৫টাকা হারে মিটারের ভাড়া দিতে হচ্ছে তাদের। শুধু তাই নয় বৈদ্যুতিক গোলযোগের কারণে ট্রান্সফরমার পুড়ে গেলে অথবা চুরি হলে এটির পুরো মূল্য দিয়ে তাদের কাছ থেকে ট্রান্সফরমার কিনে আনতে হচ্ছে, তার পরও প্রতি মাসে ট্রান্সফরমারের ভাড়ার টাকা তাদের দিতে হচ্ছে। এসকল ভাড়া ও চার্জ বাতিল করে বিদ্যুৎ বিল ভাউচার তৈরীর দাবী জানান ভোক্ত ভুগিরা।
উল্লেখ্য , হপবিস এর বিশেষ সূত্র জানায়, হবিগঞ্জ জেলার ৮ উপজেলার ৭৭ টি ইউনিয়নে আবাসিক, বানিজ্যিক ও শিল্প প্রতিষ্টানসহ প্রায় ১লাখ ৪০ হাজার বিদ্যুৎ গ্রাহক রয়েছে। তবে গ্রাহক সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে।