খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট ॥ প্রতিদিনের ন্যায় মাদক বিরোধী অভিযানের সময় চুনারুঘাটে ছয় কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার ভোর রাতে পৌর শহরের চন্দনা এলাকায় থানার এসআই আতিকুল আলম খন্দকার ও এসআই ওমর ফারুকসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হল উপজেলার বাল্লা সীমান্ত এলাকার টেকেরঘাট গ্রামের আইয়ুব আলীর ছেলে আউয়াল (২২) ও জাফু মিয়ার ছেলে ফারুক মিয়া। বৃহস্পতিবার তাদের হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি কে.এম আজমিরুজ্জামান জানান, চুনারুঘাট পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে মাদক মুক্তকরণের লক্ষে প্রতিদিন সন্ধ্যার অভিযান চালাচ্ছে পুলিশ। তার ফলশ্রুতিতে কুখ্যাত দুই মাদক সম্রাটকে ধরতে সক্ষম হয়েছি। তাদের বিরোদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। মাধক বিরোধী অভিযান অভ্যাহত থাকবে।