চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটের আমুরোড বাজার থেকে ৩০০ পিচ ইয়াবা সহ ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাত ৯টায় আটক করার পর দিদার হোসেন জমাদার (৪০)কে শ্রীমঙ্গলস্থ ক্যাম্পে নিয়ে যায় র্যাব।
সে গাজিপুর ইউনিয়নের ডুলনা গ্রামের মাছিম উল্লা জমাদারের পুত্র।র্যাব শ্রীমঙ্গলের কমান্ডার বিমান চন্দ্র কর্মকার জানান,দিদার হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছে এমন খবর তাদের কাছে ছিল।গত কয়েক মাস ধরে র্যাব তার গতিবিধি লক্ষ্য করে আসছে। সন্ধার পর র্যাব তার কাছে ইয়াবা ক্রয় করতে আসলে হাতেনাতে তাকে গ্রেফতার করেন।