চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটে যানজট নিরসন, রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাতে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি করার অপরাধে অভিযান চালানো হয়েছে ।
গতকাল সোমবার বিকালে পৌর শহরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিরাজাম মুনিরা।এ সময় জনবল সড়কের মাঝে বসে নোংরা পরিবেশ চটপটি বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ী কে সতর্ক করা হয়েছে।
এছাড়াও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে সাথে ছিলেন-চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিম উদ্দিন সামছু, থানার এসঅাই সেলিম হোসেন। এদিকে সোমবার সকালে পৌর শহরে যানজট নিরসনে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অায়োজনে যানজট নিরসনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ইউএনও সিরাজাম মুনিরা, পৌরসভার মেয়র নাজিম উদ্দিনসহ পৌরসভার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।