এস এইচ টিটু : হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে তেলের ভাউচারে আগুন লেগে পুরো গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষ টাকা।
রোববার (১৩ আগস্ট) বেলা আড়াইটায় ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানাধীন নুরপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা (ঢাকা মেট্রো ট ০২-০০০৮) ভাউচারটি তেল নিয়ে মাধবপুর যাওয়ার পথে ঢাকা সিলেট মহাসড়কের নুরপুর নামক স্থানে পৌঁছলে একটি গর্তে চাকা পড়ে গেলে ঝাকুনি খেয়ে ভাউচারটিতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে তেলের ভাউচারটি।
আগুন নিভানোর চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস, শায়েস্তাগঞ্জ ও মাধবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসলেও তেলের ভাউচারটি পুড়ে ভস্মিভূত হয়ে যায়।এতে প্রায় ২ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ী চলাচল বন্দ্ব হয়ে যায়।
এ ঘটনায় দুই জন আহত হয়েছেন শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহিন ও রানা। তাদের কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ মনিরুজ্জামান ও সাজ্জাত আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।