মাধরপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধরপুর উপজেলা থেকে অজ্ঞাত পরিচয় যুবক (৩০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর শাহপুর পুরাতন বাজারের নিকট একটি মসজিদের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়। থানার উপ পরিদর্শক (এসআই) দয়াল হরি ভৌমিক জানান, ওই দিন সকালে স্থানীয় লোকজনমসজিদের পাশে একটি নির্জন স্থানে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তিনি বলেন, লাশের কপালে ও হাটুঁতে আঘাতের চিহৃ রয়েছে। লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।