নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছেন।
মঙ্গলবার (২২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আল-আমিন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও মিষ্টির মধ্যে মাছি থাকার দায়ে বাঁধন রেস্টুরেন্টকে ২ হাজার টাকা (স্থান- ঢাকা – সিলেট রোড), অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও রাস্তার পাশে খোলা অবস্থায় খাবার বিক্রির অপরাধে বরিশাল ভাই ভাই সুইটকে ২ হাজার টাকা (স্থান- ঢাকা – সিলেট রোড), ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি এবং অতিরিক্ত ওজনের প্যাকেট দেওয়ার অপরাধে আইনুদ্দিনের ফল ভাণ্ডারকে ১ হাজার টাকা (স্থান- ঢাকা – সিলেট রোড), অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও খাদ্যপণ্যের মধ্যে মাছি থাকার কারণে বিসমিল্লাহ হোটেলকে ৩ হাজার টাকা (স্থান- মাধবপুর বাজার), নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না রেখে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে জয়নাল স্টোরকে ১ হাজার ৫শ টাকা (স্থান- মাধবপুর বাজার), বাটখারা এবং ওজন পরিমাপক যন্ত্রে কারচুপি করার অপরাধে অবি দাসের মাছের দোকানকে ২ হাজার টাকা (স্থান- মাধবপুর মাছ বাজার) জরিমানা আদায় করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন মাধবপুর থানা পুলিশ।