চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে ভাঙ্গারী লোহার ব্যবসার আড়ালে চলছে চোরাই লোহার রমরমা ব্যবসা।
ফলে পৌর শহর ও শহরের আশপাশে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা দোকানগুলোতে নিয়মিত বিক্রি হচ্ছে চোরাই ভাঙ্গারী লোহার মাল। গভীর রাতে চুনারুঘাটের বিভিন্ন রাস্তা দিয়ে ভাঙ্গারী ব্যবসার আড়ালে লোহা পাচার হচ্ছে।
দোকানদারদের লোভনীয় অফার পেয়ে টোকাই থেকে শুরু করে এক শ্রেণীর যুবকরা নিয়মিত বিভিন্ন ব্রীজের আংটা, লোহার পাত, গাড়ীর চাকা, বিদু্যুতের পোল, নলকূপের মাথা, হ্যান্ডেল, ব্রীজ কালভার্টের লোহা চুরির সাথে জড়িয়ে পড়েছে। দোকানদাররা এ সকল চোরাই মালামাল মজুদ করে সময়ে সুযোগে দেশের বিভিন্ন স্থানে ট্রাক ভর্তি করে পাঠিয়ে দিচ্ছে।
চুনারুঘাটের যত্রতত্র গড়ে উঠেছে প্রায় শতাধিক ভাঙ্গারী লোহার দোকান। তার মধ্যে চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোডসহ আশপাশ অনেক এলাকায় ভাঙ্গারী ব্যবসা চলছে। মাঝে মধ্যে এ সকল দোকানে পুলিশের ও র্যাবের অভিযান চলে, মামলা হয়। গভীর রাতে চলছে লোহা চুরির মহোৎসব। ফলে অল্প কিছুদিনের মধ্যে ভাঙ্গারীর দোকান মালিকগণ হয়ে উঠেছেন লাখপতি থেকে কোটিপতি। এদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পর্যন্ত পায় না। কোন সচেতন ব্যক্তি কথা বলতে গেলে উল্টো হয়রানি হতে হয় তাদেরকে। তাই শহরের অনেক সচেতন ব্যক্তি লোহা চুরি রোধে ভাঙ্গারীর দোকানগুলোতে পুলিশী অভিযান চালানোর দাবি তুলেছেন।