মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: সিলেট-আখাউড়া রেল সড়কের মাধবপুর উপজেলার হরষপুরের অদূরে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে শায়েস্তাগঞ্জ রেল পুলিশ।
শুক্রবার (২৫ আগস্ট) ভোররাত ৩টার দিকে ওই ব্যক্তির রক্তাক্ত মরদেহ রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।
শুক্রবার সকাল ১০টায় এসআই তরিকুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
লাশের মুখে দাড়ি ও শরীরে পাঞ্জাবী এবং লুঙ্গি পড়া ছিল। উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হবে বলে পুলিশ জানায়।
পুলিশের ধারণা রাতে ট্রেনের সাথে ধাক্কা লেগে বা কেউ তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে যায়। তবে ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, ময়নাতদন্ত রিপোর্ট এলে বিস্তারিত বলা সম্ভব হবে।