


ছনি চৌধুরী,নবীগঞ্জ থেকে : নবীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর পরিবারের শোকের মাতম।
জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জাহিদপুর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে আনিছা আক্তার (০২) খেলাধুলা করার সময় পরিবারের অগোচরে বাড়ির সামনের পুকুরে পরে যায়।
পরে পরিবারের লোকজন বিভিন্নস্থানে খুঁজাখুঁজি’র পর পুকুরের শিশু আনিছার দেহ পড়ে থাকতে দেখেন। এসময় তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শিশু আনিছার পরিবারে চলছে শোকের মাতম ।