চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের ফরিদ মিয়ার পুত্র হেলাল মিয়া (২০) কে মোবাইল চুরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনরা দা দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে।
জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের গজারিয়াপাড় এতিমখানা মাদ্রাসার সামনের রাস্তায় এ ঘটনাটি ঘটে। আহত হেলাল মিয়ার আত্মচিৎকারে স্থানীয় লোকজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হেলাল মিয়ার পিতা ফরিদ মিয়া বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে আহত সূত্রে জানা যায়।