চুনারুঘাট প্রতিনিধিঃ চুনারুঘাটের বহুল আলোচিত একাধিক ডাকাতির মামলা সহ মোট ১২ মামলার আসামী কুখ্যাত ডাকাত আক্তার মিয়া (৪৫)কে গ্রেফতার করেছে চুনারুঘাট থানার পুলিশ।
জানা যায়, ৪ সেপ্টেম্বর বেলা সাড়ে বারোটায় চুনারুঘাট থানার এ,এস,আই আলমাস মিয়ার নেতৃত্বে এ,এ,এস আই রিপন ও জাকির হোসেন শ্রীমঙ্গল থানার পুলিশের সহযোগীতায় শ্রীমঙ্গল থানার প্বার্শবর্তী এলাকা থেকে গ্রেফতার করেন ডাকাতির মামলায় ওয়ারেন্ট ভূক্ত আসামী আক্তার মিয়াকে। আক্তার মিয়া চুনারুঘাট উপজেলার আঠালিয়া গ্রামের মৃতঃ আকবর আলীর পুত্র ।
তাকে গ্রেফতার করায় এলাকার লোকজন এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। গ্রেফতারকৃত ডাকাত আক্তার মিয়াকে ওই দিনই হবিগঞ্জ কারাগারে প্রেরন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে,এম আজমিরুজ্জামান।