মোস্তাক তরফদার মাসুম, চুনারুঘাট থেকে : বিশ্ব মানবতার জন্য হাত বাড়িয়ে দাও-মানবতা বিরোধী অপরাধ রুখে দাও এই শ্লোগানকে সামনে রেখে চুনারুঘাট সচেতন নাগরিক সমাজ এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় পৌর শহরের পদক্ষেপ গণ পাঠাগার থেকে শুরু হয়ে মধ্য বাজারে এসে মিলিত হয়।
এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন চুনারুঘাট সাহিত্য সংস্কৃতি পরিষদের আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন পাল, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাবেক আহ্বায়ক মোক্তাদির চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ূন রশীদ মিলন, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সদস্য শফিকুর রহমান, শিক্ষক মিজানুর রহমান, শিক্ষক খসরু, ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন, গ্র“প থিয়েটার ফেডারেশন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমি, শায়েস্তাগঞ্জ দেশ থিয়েটারের আহ্বায়ক রাজু বিশ্বাস, সমকাল প্রতিনিধি মোস্তাক তরফদার মাসুম, ভোরের কাগজ প্রতনিধি জুনেদ আহমদ, সাংবাদিক মোঃ ওয়াহেদ আলী, এস. এম. সুলতান খান প্রমুখ।
মানববন্ধন শেষে সভায় বক্তারা অবিলম্বে মায়ানমারে মুসলিম গণহত্যা বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন।