চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : মায়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জের চুনারুঘাটে মুসলিম জনতা ঐক্য পরিষদ ও সর্বস্তরের মুসলিম জনতা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।
শুক্রবার বাদ জুম্মা চুনারুঘাট জামে মসজিদের সামন থেকে পৌর শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে চুনারুঘাট মধ্য বাজারে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা জহুর আলী।
মাওলানা আজিজুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন মুফতী শাহ্ আব্দুল কাদির, প্রভাষক আব্দুল করিম, মাওঃ আজিজুল হক, মাওঃ আব্দুল্লাহ্, মাওঃ আব্দুল কদ্দুছ নোমান, মাওঃ মোহাম্মদ আলী, মাওঃ আব্দুল কাইয়ূম, আলহাজ্ব হোসাইন আলী রাজন, আলহাজ্ব শামছুল হক তালুকদার, মাওঃ হাফিজুর রহমান, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, সাংবাদিক শেখ মোঃ হারুনুর রশীদ, মোঃ আব্দুল ওয়াহিদ, আলহাজ্ব তাউছ উদ্দিন চৌধুরী, মাওঃ হোসাইন আহমেদ লস্কর, হাফেজ মাওঃ মাহমুদুল হাসান ছাদী, আলহাজ্ব রুশন আলী, আলহাজ্ব আসিফ ইকবাল দুলাল, মাওঃ আশিকুর রহমান, হাফেজ জুনাইদ আহমেদ, মাওঃ আবুল কাশেম, মৌলভী মিজানুর রহমান, মাওঃ আনাছ মাহমুদ, মাওঃ সাঈদ আহমদ, হাফেজ মাওঃ তৌহিদুল ইসলাম, মৌলভী সালমান আহমদ, মোঃ কাউছার আহমেদ, মাওঃ মোশাহিদ আহমদ, আজিজুল হক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ জুবায়ের আহমেদ, মাওঃ মারুফ আহমেদ প্রমূখ।
বক্তারা মায়ানমারে মুসলিম গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অংসান সূচী’র ফাঁসির দাবী জানান।