শংকর শীল, চুনারুঘাট(হবিগঞ্জ)।। আর কিছু দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। এ উপলক্ষে সারা দেশের ন্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ৭৭ টি পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে জোর গতিতে।
শরতের শিউলী, শিশির কাশফুলের সমারোহে প্রকৃতি মনে করিয়া দেয় ‘মা আসছেন ‘ আর
শারদীয় দূর্গোৎসব কে পরিপূর্ণ ভাবে সম্পূর্ণ করতে উপজেলার ১০ টি ইউনিয়নে হৃদয়ের ভালবাসা দিয়ে চলছে মন্ডপগুলোতে মমতাময়ী মায়ের প্রতিমা তৈরীর কাজ।
এদিকে উপজেলার হাতুন্ডা বাসুদেব বাড়ি পূজা মন্ডপ, কিশোর সংঘের পূজা মন্ডপ, চন্দনা হিন্দু মহাজোটের পূজা মন্ডপ, মধ্য বাজারে রামকৃষ্ণ পালের বাসায় পূজা মন্ডপ, উওর বড়াইল গ্রামে ডাঃ কালিপদ আচার্যের বাসায় পূজা মন্ডপ, পশ্চিম বড়াইল জয়মা কল্যাণ সংঘ,বাঘমারা (মাগুর উন্ডা) রাধা গোবিন্দ পূজা মন্ডপ, দেওরগাছ ষাড়েরকোণা জাগ্রত যুব সংঘ, গাভীগাও শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দির সহ উপজেলা বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা যায়, প্রতিমা শিল্পীরা দেবী দূর্গার অনিন্দ্যসুন্দর রুপ দিতে ও নিখুতভাবে হাতের কারুকার্য দিয়ে দিন – রাত প্রতিমা তৈরীর কাজ করছেন। শারদীয় পূজা যতই ঘনিয়ে আসছে ততোই যেন ব্যস্ত হয়ে পরেছেন প্রতিমা তৈরীর শিল্পীরা। ইতি মধ্যে অনেক পূজা মন্ডপে প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ মুহুর্তে।
এ পূজাকে প্রস্তুত করতে সনাতন ধর্মাবলম্বীরা শারদীয় দূর্গোৎসব কে ঘিরে হিন্দুপাড়া গুলোতে আগাম শারদীয় দূর্গোৎসবে মেতে উঠেছে। এব্যাপারে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনয় পাল জানিয়েছেন, এবার এ উপজেলাতে সর্বমোট ৭৭টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। তার মাঝে সার্বজনীন ৬৭টি ও ব্যাক্তিগত ১০টি। এ পূজা কে ঘিরে উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন।