চুনারুঘাট (হবিগঞ্জ)প্রধিনিধি : মিয়ানমারে রোহিঙ্গাদের নিষ্ঠুরভাবে গনহত্যা ও স্বদেশ থেকে তাড়িয়ে এবং নির্যাতনের প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ২টা বাংলাদেশ জমিয়াতুল মোর্দাছীন চুনারুঘাট শাখার উদ্যোগে একটি মিছিল বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে স্থানীয়য় মধ্যবাজে এক প্রতিবাদ সভার অায়োজন করা হয়।
সভায় বাংলাদেশ জমিয়াতুল মোর্দাছীন চুনারুঘাট শাখার সভাপতি প্রিন্সিপাল কে এম অাফছার অাহম্মদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া পরিচালনায় এতে বক্তব্য রাখেন-প্রভাষক মোস্তাক অাহমেদ, উপাধ্যক্ষ মোশাহিদ অালী, মাওঃ হেলালী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অাবু অাব্দুল্লাহ, সুপার অালী মোহাম্মদ চৌধুরী, সুপার হাকিম তালুকদার, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারি খন্দকার অালাউদ্দিনসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, ছাত্র, সুশিল সমাজের নেতৃবৃন্দ।