চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সাতছড়ি চা-বাগানের পাঁচ নং বাগান এলাকা থেকে অভিযান চালিয়ে ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।
বুধবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি৫৫ ব্যাটলিয়নের অধিনায়ক ল্যাঃ কর্ণেল মাসুদুদ জামান চৌধুরী জানান, বিজিবির নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ওই স্থানে একদল বিজিবিকে নিয়ে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন।
যার মূল্য ৭৯ হাজার ২০০ টাকা।এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মালের আইনি প্রক্রিয়া চলছিল।