মোস্তাক তরফদার মাসুম, চুনারুঘাট থেকে : চুনারুঘাটের বিদায়ী ইউএনও সিরাজাম মুনিরাকে সংবর্ধনা দিয়েছে চুনারুঘাট উপজেলাবাসী।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা এনামূল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে পৌর মেয়র নাজিম উদ্দিন শামছুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাটের ভারপ্রাপ্ত ইউএনও সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা বেগম, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, চুনারুঘাট উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কে এম আনোয়ার, ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ রঞ্জন পাল, সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাবেক আহ্বায়ক মুক্তাদির কৃষাণ চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সমকাল প্রতিনিধি মোস্তাক আহমদ তরফদার মাসুম, সাংবাদিক মনিরুজ্জামান তাহের, রাজু আহম্মদ, নাসির উদ্দিন প্রমুখ।