হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার খোয়াই নদীতে গোসল করতে গিয়ে আরজু মিয়া (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ডুবুরীদল।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিলেটের ডুবুরীদল ওই যুবকের লাশ উদ্ধার করে।
নিহত যুবক সদর উপজেলার পইল গ্রামের সঞ্জব আলীর ছেলে।
জানা যায়, সকালে হবিগঞ্জ শহরের খোয়াই নদীর মাছুলিয়া অংশে গোসল করতে নেমে নিখোঁজ হন আরজু মিয়া।তাৎক্ষনিক বিষয়টি হবিগঞ্জ ফায়ারসার্ভিস অফিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
পরে সিলেট থেকে ডুবুরী দল এসে দুপুরে যুবকের লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
হবিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ পরিচালক মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।