মো: শাহীন আহমেদ,শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:-
হপবিস পরিচালক নওরুজুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা্ দিয়েছে শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব। শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সহ সভাপতি নওরুজুল ইসলাম চৌধুরী হবিগঞ্জ পল্লী বিদু্ত সমিতির এলাকা পরিচালক নির্বাচনে পুনরায় পরিচালক নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব।ক্লাব সভাপতি মো:আব্দুর রকিব এর
সভাপতিতত্বে ও সাধারন সম্পাদক হারুন সাঁই এর পরিচালনায় বক্তব্যে রাখেন সাবেক সভাপতি এড্যভোকেট হুমায়ুন কবির সৈকত, মো:সমুজ আলী আহমেদ, সহ সভাপতি নওরুজুল ইসলাম চৌধুরী, প্রবাসী মো:মস্তুফা কামাল,সাবেক সাধারন সম্পাদক প্রভাসক জালাল উদ্দিন রুমি, হাজী আমির ফারুক তালুকদার, সমিরন চক্রবর্তী শংকু, যুগ্ম সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ,কোষাধক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান সুমন, দপ্তর সম্পাদকরামেন্দ্র কিশোর,ফয়জুল ইসলাম তুহিন,সদস্য সৈয়দ মাসুক ভান্ডারী, মহিবুর রহমান,সাংবাদিক শাহীন আহমেদ ও হাবিবুর রহমান জুসেফ প্রমূখ।
ক্লাব সদস্য বৃন্দ সংবর্ধীত কে শুরুতে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।