আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নস্থ প্রস্তাবিত ইকোনোমিক্স জোন নামক স্থানে অভিযান চালিয়ে ৮২ বোতল ভারতীয় মদ বিয়ার ক্যান উদ্ধার করেছে পুলিশ।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান জানান, ৫ অক্টোবর রাত সাড়ে নয়টায় গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে চুনারুঘাট থানার এস,আই কবির হোসেন ভুঁইয়ার নেতৃত্বে অভিযান চালান এ,এস,আই আলমাস মিয়া সহ আরো কয়েকজন পুলিশ।
এ সময় পুলিশের আঁচ পেয়ে ঢাকা-সিলেট প্রাক্তণ মহাসড়কের পার্শবর্তী একটি কাঁচা রাস্তায় মাদক গুলো ফেলে পালিয়ে যায় বহনকারী।
পরে, তারা তা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে এসে জব্দ করেন।