ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার আসামী আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার শরীফ উদ্দিন সড়ক থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত ডাকাত আক্তার উপজেলার দোয়াখানি গ্রামের আজিজুর রহমানের পুত্র। বানিয়াচং থানার এসআই ওমর ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আক্তারের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।