মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলার মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে ১শ’ পিস ভারতীয় শাড়ি ও ১২ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে ও সকালে এগুলো জব্দ করা হয়।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে মনতলা সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার জয়েন উদ্দিনসহ একদল বিজিবি উপজেলার গউছপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা জব্দ করেন । এসময় মাদক ব্যবসায়ীরা গাজা রেখে পালিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা।
অপরদিকে, ধর্মঘর সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার সাইদুর রহমানসহ একদল বিজিবি উপজেলার শিয়ালউড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১শ’ পিস ভারতীয় শাড়ি জব্দ করেন ।জব্দকৃত শাড়ির আনুমানিক মূল্য ৫ লক্ষাধিক টাকা ।