নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় আব্দুল খালেক (৩০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মাহমুদপুর গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। খালেক ওই গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মোহাম্মদ আলী গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন জানান, ২০১০ সালে দায়ের করা একটি চুরির মামলায় তার বিরুদ্ধে এক বছরের সাজার আদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত। এরপর থেকে সে পলাতক ছিলো।