শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু-পক্ষের লোকদের সংঘর্ষে পিতা পুত্র ও স্বামী/স্ত্রীসহ ১০জন আহত হয়েছে।
আহতরা হল: ওই গ্রামের ছমেদ মিয়া(৫৫), তার স্ত্রী রেজিয়া খাতুন(৪৫) তাদের পুত্র তাহির মিয়া(৩৫), মিলাদ মিয়া(১৮) মিজান মিয়া(১৬) তার ভাতিজা এখলাছ মিয়া (১৭), হাজী আব্দুল আলী মওলা মিয়ার পুত্র তাউছ মিয়া(৩৫) ফয়সল মিয়া(২৫), ও মধু মিয়ার পুত্র কাউছার মিয়া(২২)।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থার অবনতি হলে গুরুতর আহত তাহির মিয়া, তাউছ মিয়া, কাউছার মিয়া ও ছমেদ মিয়াকে কর্তব্যরত ডাক্তার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ ঘটনাটি ঘটেছে রবিবার বিকাল ৩টায়। এলাকাবাসী সূত্রে জানাযায়, ওই গ্রামের ছমেদ মিয়া ও হাজী আব্দুল আলী মওলা মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
উল্লেখিত সময়ে উভয় পরিবারের লোজনের মাঝে কথা কাটা-কাটির এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিতা পুত্র ও স্বামী/স্ত্রীসহ ১০জন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পরিবারের লোকজনের মাঝে উত্তেজনা বিরাজ করছে।