খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে : চুনারুঘাটে ইউনিফে পরিচালিত আড়ংবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেগমখাঁন ক্লাবঘর পরিদর্শন করেছেন সিলেটের বিভাগীয় কমিশনার ডা. নাজমান আরা খানুম।
সোমবার সকাল ১০টায় ইউনিসেফ পরিচালিত এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনিষ চাকমা, এডিসি জেনারেল নূরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক তাহমিনা আক্তার, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাহমিনা আক্তার, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ইউনিসেফ এর বিভাগীয় প্রধান কাজী দিল আফরোজা, ইউনিসেফ এর চাইল্ড প্রোটেকশন অফিসার মোহাম্মদ আবুল খায়ের, উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনাইদ, সহকারি শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, উপজেলায় ইউনিসেফের বাছাইকৃত ৫টি প্রতিষ্ঠানের মধ্যে আড়ংবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন বিভাগীয় কমিশনার ডা. নাজমান আরা খানুম। পরে ইউনিসেফ পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য ও স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে কাজ পরিদর্শন করেন।